![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে স্বাধীনতা দিবস উদযাপন করেছে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি বা আইডিয়া।
জুম অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইডিয়ার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠান। এরপর চলে আলোচনা। অনুষ্ঠান শেষ হয় প্রার্থনার মাধ্যমে।
আইডিয়ার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশ এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তাই স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠান অনলাইনে করা হয়েছে।
এসময় ছিলেন আইডিয়ার উপ-পরিচালক কাজী হোসনে আরা।
এছাড়া এতে অংশ নেন মেডিটর হেলথ, উপার্জন, জার্নিমেকার জবস.কম, ফিশ এক্সপার্ট, মনা, লাজারুস রোবোটিক্স উদ্যোগের উদ্যোক্তারা।
এডি/২০২০/মার্চ২৬/১৮২৯
আরও পড়ুন –
অ্যাসোসিওর পুরস্কার পাচ্ছে আইডিয়া প্রকল্প
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি