অনলাইনে জিপ ফাইল খোলার উপায়

Compressed folder-techshohor
``

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় কম্পিউটারে জিপ ফাইল ওপেন করার প্রয়োজন হয়। কিন্তু জিপ ফাইলটি ওপেন করার জন্য সফটওয়্যার না থাকলে তা দেখা যায় না। তবে সফটওয়্যার ছাড়াও অনলাইনে ফাইল আনজিপ করা যায়।

এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো কেমন করে অনলাইনে জিপ ফাইলকে আনজিপ করতে হয়।

প্রথমে এই ওয়েব সাইটে যেতে হবে।

Techshohor Youtube

আরও পড়ুন : সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড  

zip-techshohor

এরপর Select archive নামের বাটন ক্লিক করে কম্পিউটারে থাকে যে জিপ ফাইলটি আনজিপ করতে হবে তা দেখিয়ে দিতে হবে।তাহলে সেটি আপলোড হয়ে যাবে।

2

এরপর কিছুক্ষণ অপেক্ষ করলেই ফাইলটি আনজিপ হয়ে যাবে। সাথে সাথেই ফাইলগুলোর ডাউনলোড লিংক পাওয়া যাবে। চাইলে সম্পূর্ণ ফোল্ডারটি ডাউনলোড না করে ফোল্ডারে মধ্যে থাকা শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করা যাবে।

বেশি সাইজের কোনো ফাইল অনলাইনে আনজিপ করতে হলে উচ্চগতি সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ প্রয়োজন। তবে ছোট আকৃতির জিপ ফাইল অনলাইনের এই কৌশলাটির মাধ্যমে  আনজিপ কর যাবে।

আরও পড়ুন

এমপিথ্রি ফরম্যাটে ইউটিউব ভিডিও ডাউনলোড 

ফেইসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ রাখার কৌশল

ফায়ারফক্স ব্রাউজারেই গান ও ভিডিও ডাউনলোড

*

*

আরও পড়ুন