![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বজুড়েই ১ মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছে ইউটিউব। আজ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
ডিফল্ট ভিডিও কোয়ালিটি নামিয়ে আনা হবে স্ট্যান্ডার্ড ডেফিনেশেনে (৪৮০ পিক্সেল)। তবে চাইলে এইচডি রেজুলেশনেও ভিডিও দেখা যাবে। তবে তা ব্যবহারকারীকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ব্যাপক লকডাউন অবস্থা সৃষ্টি হওয়ায় ভিডিও কনটেন্টের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। হঠাৎ এই বর্ধিত চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে ইউরোপে ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ইউটিউব। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরো এক মাস সারা বিশ্বেই ৪৮০ পিক্সেলের ভিডিও অটোপ্লে হবে।
এ বিষয়ের ইউটিউবের মূল কোম্পানি গুগল জানিয়েছে, সংকটময় এ পরিস্থিতিতে ব্যান্ডইউথের উপর চাপ কমাতে সারা বিশ্বের সরকার ও নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে তারা কাজ করছে।
শুধু ইউটিউব নয়, ফেইসবুক, নেটফ্লিক্স, অ্যাপল, গুগল, অ্যামাজন, ডিজনি, বিবিসিসহ বেশিরভাগ কনটেন্ট কোম্পানি তাদের ভিডিও কোয়ালিটিকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
এজেড/ মার্চ ২৫/২০২০/১৪২৫
আরও পড়ুন –
ভিডিও কোয়ালিটি কমিয়ে দিয়েছে ফেইসবুকও
ইউটিউব চ্যানেলে টেকশহরের ভিডিও কনটেন্ট
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি