গৃহবন্দী বাচ্চাদের জন্য মাইনক্রাফটে শিক্ষামূলক কনটেন্ট

মাইনক্রাফটের শিক্ষামূলক কনটেন্ট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্কুল না থাকায় বাচ্চারা এখন গৃহবন্দী। তাদের কথা ভেবে শিক্ষামূলক কনটেন্ট ফ্রিতে ছেড়েছে মাইনক্রাফট।

আগামী জুলাই পর্যন্ত তাদের নির্মিত ১২টি ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করা যাবে।

এই গুলোতে ঢুঁ মারলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ওয়াশিংটন ডিসি ভ্রমণ কিংবা চোখের ভেতরে কী থাকে তা জানার সুযোগ পাওয়া যাবে। এছাড়াও, পাজল গেইম খেলে কোডিং শিখতে পারবে বাচ্চারা। চাইলে তারা এগুলো একা একাও খেলতে পারবে। এছাড়া, বিকল্প শক্তি যেমন বাতাস বা নিউক্লিয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশলও শেখা যাবে।

Techshohor Youtube

মাইনক্রাফটের মূল কোম্পানি মাইক্রোসফট এক ব্লগে জানিয়েছে, বিশ্বের প্রায় ৫০ কোটি শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না বলে শিক্ষকরা ভালো মানের কনটেন্ট বাছাইয়ের কাজ করছেন। কাজটা মোটেও সহজ নয়। তবে আমাদের পক্ষে যতটুকু তাদেরকে শেখানো সম্ভব ততোটুকু করতে চাই।

স্যান্ডবক্স ভিডিও গেইম মাইনক্রাফট তৈরি করেন সুইডিশ ডেভেলপার মার্কাস পারসন। ২০১১ সালে গেইমটি পাবলিশ করে মোজাং। ২০১৪ সালে মাইনক্রাফট কিনে নেয় মাইক্রোসফট। ২০১৯ সাল পর্যন্ত সর্বকালের সর্বাধিক বিক্রিত গেইমটির ১৮ কোটি কপি বিক্রি হয়। প্রতিমাসে গেইমটির অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা ১১ কোটি ২০ লাখ।

 ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ২৫/২০২০/১১১০

আরও পড়ুন –

পরিচিতদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকার ৪ উপায়

ছোট অ্যাপে একসঙ্গে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট

করোনাভাইরাস নিয়ে প্রশ্ন, বিল গেটসের উত্তর

করোনাভাইরাস নিয়ে প্রশ্ন, বিল গেটসের উত্তর – শেষ পর্ব

*

*

আরও পড়ুন