![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : ব্যক্তিগত কিংবা পেশাগত ব্যস্ততার মধ্য দিয়ে বন্ধু, পারিবারিক সদস্য কিংবা পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ করে ওঠা কঠিন। তার ওপর এখন করোনা ভাইরাসের শঙ্কায় জায়গায় জায়গায় চলছে লকডাউন, জরুরী অবস্থা। ঘর থেকে না বেরিয়েও পরিচিতদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ, আড্ডা চালিয়ে নিতে পারেন ভার্চুয়াল মাধ্যমে।
অনলাইনে যুক্ত থাকার ৪ অ্যাপ/সফটওয়্যার :
১. ফেইস টাইম : এই সফটওয়্যার ম্যাকবুক বা আইম্যাকে ইনস্টল করে ব্যবহার করা যাবে। আইফোন বা আইপডের জন্য এর স্মার্টফোন উপযোগী সংস্করণ পাওয়া যাবে।
২. গুগল হ্যাংআউট : যারা ক্রোমবুক ব্যবহার করেন, তাদের জন্য এটা সবচেয়ে ভালো অপশন।
৩.স্কাইপে : ভিডিও কথোপকথন বা চ্যাটের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় সফটওয়্যার। কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
৪. জুম : ওয়েব কনফারেন্সিং টুল। এর মাধ্যমে একই সঙ্গে বিভিন্ন জায়গায় অবস্থান করা পরিচিতজনদের সঙ্গে সরাসরি ভিডিও আড্ডা দেওয়া যাবে।
সূত্র : ইন্টারনেট, টিআর/মার্চ ২৫/২০২০/০১০৯
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি