![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে স্মার্টফোন বিক্রি কমার ইতিহাস তৈরি হয়েছে। আবিষ্কারের পর এত বাজে অবস্থা আগে দেখেনি এই স্মার্টফোন ইন্ডাস্ট্রি। ফেব্রুয়ারি ২০১৯ এর তুলনায় ফেব্রুয়ারি ২০২০ এ স্মার্টফোনের বিক্রি কমেছে ৩৮ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য মোতাবেক, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের সংখ্যা ছিল নয় কোটি ৯২ লাখ, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ঠেকেছে ছয় কোটি ১৮ লাখে।
অথচ সাধারণত ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রয় সাধারণত বেড়ে থাকে। বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মাধ্যমে হরেক রকম স্মার্টফোন বাজারে আসে যা নিয়ে ক্রেতাদের ব্যাপক আগ্রহ থাকে।
চীন ও এশিয়ার বাজারে স্মার্টফোন বিক্রিতে ধস এবং সারাবিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে বলে মনে করে স্ট্র্যাটেজি অ্যানালিটিকস।
উল্লেখ্য কদিন আগেই বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২০ স্মার্টফোন। ক্যামেরা ও ডিসপ্লের দিক থেকে যুগান্তকারী ফিচার নিয়ে বাজারে এলেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না ফোনটি।
অ্যাপলের তরফ থেকে বলা হয়েছে তারা লাভের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। কারণ বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে।
গবেষণা ফার্মটির অনুমান, এই অবস্থা মার্চব্যাপি স্থায়ী হবে। কারণ ক্রেতারা সবাই এখন লক ডাউনে আছে।
এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রয় প্রতিষ্ঠানগুলো বেশ মূল্যছাড় দিতে শুরু করেছে।
সূত্র : ইন্টারনেট, এমআর/মার্চ ২২/২০২০/১০৩৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি