![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘মিরাই বটনেট’ ঘরানার ম্যালওয়্যারটা পুরনো হলেও এবার এসেছে ‘মুকাশি’ নামে নতুনরূপে। এই ম্যালওয়্যারের মূল লক্ষ্যবস্তু হচ্ছে নেটওয়ার্ক যুক্ত স্টোরেজ (এনএএস) ডিভাইস। ২০১৬ সালে প্রথম মিরাই ম্যালওয়্যারের আত্মপ্রকাশ হয়। ওই সময় এর মাধ্যমে একটি বহুল পরিচিত নিরাপত্তা সাইটের ওপর ডিডস আক্রমণ চালানো হয়।
এই ম্যালওয়্যার স্টোরেজে আক্রমণ করেই ক্ষ্যান্ত হয় না, দূর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছে, বিভিন্ন জিক্সেল এনএএস স্টোরেজে এ ধরনের ম্যালওয়্যারের আক্রমণের বিষয়টি ১২ মার্চ প্রথম নজরে আসে।
সাইবার অপরাধীরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (টিসিপি) পোস্ট স্ক্যানিংয়ের মাধ্যমে প্রথমে সম্ভাব্য টার্গেট ঠিক করে। এর পর সেটার নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে বিভিন্ন কমান্ডের মাধ্যমে যুক্ত হয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নিতে চায়।
সূত্র : ইন্টারনেট, টিআর/মার্চ ২২/২০২০/১২৪৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি