![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা জনি ডেপকে শারীরিকভাবে আঘাত করার ঘটনা প্রকাশ পাওয়ায় হলিউড নায়িকা অ্যাম্বার হার্ড বেশ কোণঠাসা অবস্থায় আছেন।
সাবেক স্বামী জনি ডেপের আগে পরে আরও অনেকের সঙ্গেই তার সম্পর্ক ছিলো। এই তালিকায় ছিলেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কও।
২০১৫ সালে জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অ্যাম্বার হার্ডের জীবনে আসেন ইলন মাস্ক। বিলিয়নিয়র ইলন মাস্ক এর আগে ৩ বার বিয়ে করেন। এর মধ্যে একই নারীকে বিয়ে করেন দুবার। তবে শেষ পর্যন্ত সে সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর অ্যাম্বার হার্ডের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
১ বছর পর তাদের সে সম্পর্ক ভেঙে যায়। তবে কয়েক মাস পরেই তাদেরকে এক সঙ্গে দেখা যায়। এরপর ২০১৭ সালের আগস্টে আবারও আসে বিচ্ছেদের ঘোষণা।
ইলনের দাবি ছিলো, একে অপরকে তারা একেবারেই সময় দিতে পারছিলেন না। তাই তিনি সম্পর্কটি থেকে বের হয়ে আসেন।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ২১/২০২০/১২৫৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি