![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা ভাইরাসে সতর্কতায় নগদ টাকা লেনদেন কমাতে মোবাইল ব্যাংকিংয়ে বাড়তি সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসে এখন ব্যক্তি থেকে ব্যক্তি অ্যাকাউন্টে মাসিক লেনদেন সীমা ২ লাখ টাকা করা হয়েছে। আগে এটি ৭৫ হাজার টাকা ছিল। এছাড়া দিনে একবার ১ হাজার টাকা তুললে কোনো চার্জ কাটা হবে না।
এছাড়া ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত কোনো চার্জ কাটা হবে না। দিনে সর্বোচ্চ ১৫ হাজার ও প্রতি মাসে ১ লাখ টাকার জরুরি পণ্য এভাবে কেনা যাবে। এই অংকের বেশি হলে সেক্ষেত্রে চার্জ কাটা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এমন সার্কুলার জারি করা হয়। যা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পাশাপাশি এমএফএস সেবাদাতা এবং সব ধরনের পেইমেন্ট সেবাদাতাদের পাঠানো হয়েছে।
সার্কুলারে লেনদেনের স্থান তথা- ব্যাংক, এটিএম, পস ও এজেন্ট পয়েন্টে নিয়মিতভাবে জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা নেয়াসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগও নিতে বলা হয়েছে।
আরএআর/এডি/২০২০/মার্চ১৯/১১৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি