![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড ১১-এর দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ (ডিপি) উন্মুক্ত করেছে গুগল। এই সংস্করণে নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) সঙ্গে ফাইভজি সংযোগ সংশ্লিষ্ট কিছু ফিচার ও ফোল্ডিং উপযোগী ফোনের ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু ফিচারও যুক্ত হয়েছে সংস্করণটিতে।
অ্যান্ড্রয়েড ১১-এর ‘ডেভেলপার প্রিভিউ’ হচ্ছে স্মার্টফোন উপযোগি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির পরবর্তী মূল সংস্করণের আগাম বা পরীক্ষামূলক সংস্করণ। মূল সংস্করণ জুন-জুলাইয়ের দিকে অবমুক্ত হওয়ার কথা।
ডেভেলপার প্রিভিউ সংস্করণটি আপাতত গুগলের স্মার্টফোন ডিভাইস পিক্সেল ২, ৩, ৩এ ও ৪ থেকে ম্যানুয়ালি ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এছাড়া এসব ডিভাইসে ফ্লাশ করেও সংস্করণটি ব্যবহার করা যাবে। অবশ্য, এর আগে যারা ডেভেলপার প্রিভিউ ১ ও ১.১ ইনস্টল করেছেন, তারা অনলাইনে সহজেই আপডেট করে নিতে পারবেন।
সূত্র : ইন্টারনেট, টিআর/মার্চ ১৯/২০২০/১৬২২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি