Techno Header Top and Before feature image

করোনা : হ্যাংআউট প্রিমিয়াম ফ্রি করলো গুগল

Google-Hangouts-Android-TechShohor
গুগল হ্যাংআউটের প্রিমিয়াম সেবা ফ্রি থাকছে ১ জুলাই পর্যন্ত। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মীদের রিমোর্ট কাজ করার নির্দেশনা দিয়েছে।

তাদের সুবিধার জন্য গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হ্যাংআউট আগামী ১ জুলাই পর্যন্ত তাদের প্রিমিয়াম সেবা বিনামূল্যে দেবার কথা জানিয়েছে।

গুগলের হ্যাংআউট সেবাটি বিনামূল্যে হলেও একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এর বিনামূল্যের সুবিধা পাওয়া যায়। বেশি ব্যবহারকারী একসঙ্গে ভিডিও কলে যুক্ত হতে চাইলে এবং বেশি সুবিধা পেতে চাইলে এর প্রিমিয়াম সেবা কিনতে হতো।

বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করা করোনাভাইরাসের ফলে অনেক দেশেই তার নাগরিকদের সেচ্ছাই আইসোলেশনে যাবার কথা বলেছে। সরকারের সেই নির্দেশনা মেনে কোটি কোটি মানুষ এখন সেচ্ছাই আইসোলেশন জীবন যাপন করছেন। তাদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।

অনেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক অফিস তাদের কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশনা দিয়েছে। ফলে ভিডিও কনফারেন্সি সফটওয়্যার যেমন স্কাইপ, গুগল হ্যাংআউটসহ অন্যান্য সফটওয়্যারের চাহিদা বেড়েছে।

গুগল হ্যাংআউটের প্রিমিয়াম ফিচারে আছে একসঙ্গে ২৫০ জন গ্রুপ কলে অংশ নেবার সুবিধা। লাইভ স্ট্রিমিংয়ে এক লাখ ভিউয়ার্স এবং মিটিং কল রেকর্ড করার এবং সেটি ড্রাইভে সেভ করার সুবিধা।

গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাবাইরাসের কারণে সব কাজ যেন থমকে না যায় সে চেষ্টা করছে তারা। এজন্য সব ধরনের কাজকে প্রোডাক্টিভ রাখতে এমন সুবিধা দেওয়া হচ্ছে। তারা মূলত এটিকে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে দেখছেন।

কোভিড-১৯ বা করোনাভাইরাসে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এক লাখ ৭৩ হাজারের  বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৬ হাজার ৬০০ জনেরও বেশি।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/ মার্চ ১৬/২০২০/ ২১০০

*

*

আরও পড়ুন