![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অভ্র। সহজ এবং সাবলীল হওয়ার কারণে এটি বেশিরভাগই ব্যবহার করেন। তবে অভ্র ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে তা হ্যাং করে। ফলে কাজের সময় ব্যাঘাত ঘটে। তবে ছোট একটি কৌশল জানা থাকলে হ্যাং হওয়ার এ ঝামেলা থেকে বাঁচা যাবে।
এ টিউটোরিয়ালে সেই কৌশলটি তুলে ধরা হলো।
প্রথম অভ্র কি-বোর্ড থেকে সেটিংসে যেতে হবে। সেখান থেকে options এ যেতে হবে।
আরও পড়ুন : অভ্রের নতুন সংস্করণ উন্মুক্ত
তারপর যে উইন্ডো আসবে সেখান থেকে বামপাশ থেকে Local/Language অপশনটি ক্লিক করতে হবে।
এরপর “Automatically Change ‘input locale’ (input language) with keyboard mode” লেখাটিতে টিক চিহ্ন দেওয়া থাকলে সেটি উঠিয়ে দিতে হবে।
এরপর ok করে দিতে হবে।
তবে এটা ছাড়া বিভিন্ন কারনে অভ্র ব্যবহারের সময় হ্যাং করতে পারে। কম্পিউটারে ভাইরাসের আক্রমণ, র্যাম কম, কিংবা সি ড্রাইভে জায়গা কম থাকার কারনেও হ্যাং হতে পারে। তখন সুনির্দিষ্ট কারণটি চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি