![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা আতংকের সুযোগে ৪৫ গুণ বেশি দামে মাস্ক বিক্রি হওয়ায় জরিমানার মুখে পড়েছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ।
রোববার র্যাব-১ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত ঢাকার বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে অভিযান চালান।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই অভিযান পরিচালনা করেন। এ সময় দারাজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ৫০ থেকে ৫৫ টাকার মাস্ক ২২৫৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। বিক্রেতাদের চিহ্নিতও করা হয়েছে।
এডি/২০২০/মার্চ১৬/০১২৯
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
একদম ঠিক কাজ করেছে। ২ লাখ না করে ২ কোটি টাকা জরিমানা করা উচিত ছিল।
এটা সম্পূর্ণ অন্যায় এবং অবিবেচকের মত কাজ করেছে দারাজ । শাস্তিটা ঠিক ই আছে ।
ধন্যবাদ ।