Techno Header Top and Before feature image

স্মার্টফোন পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন যেভাবে

ফোনকে রাখুন জীবাণুমুক্ত। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসে নাকাল বিশ্ব। সবাই সচেতন হচ্ছেন বিষয়টি নিয়ে। তবে এতো সচেতনতার মধ্যেই হাতে থাকা ফোনে যে টয়লেট সিটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে সেটা অনেকেই জানি না।

গবেষণায় দেখা গেছে, দৈনিক গড়ে ৬৭ বার হাতে নেন ব্যবহারকারীরা। ভয়ের ব্যাপার হলো, আমাদের ফোনে ১৭ হাজার ধরণের জীবাণু বেঁচে থাকতে পারে। এর মধ্যে করোনাভাইরাসের নাম আছে কিনা তা জানা যায়নি। তবে সতর্ক থাকাই ভালো।

ফোনকে জীবাণু মুক্ত রাখতে অ্যাপল ও গুগল তাদের সাপোর্ট পেইজে গাইডলাইন দিয়েছে। শুকনো পরিষ্কার তোয়ালে উষ্ণ পানিতে ভিজিয়ে ফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেল মোছার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে গুগল জানিয়েছে, কম ক্ষারযুক্ত সাবান পানির মিশ্রণ দিয়ে ফোন পরিষ্কার করলেও সমস্যা নেই।

স্মার্টফোনকে জীবাণুমুক্ত করার কৌশলের পুরো ভিডিওটি দেখুন টেকশহরের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে টেকশহরের সঙ্গেই থাকুন। 

ইএইচ/ মার্চ ১৪/ ২০২০/ ১৭২০

১ টি মতামত

*

*

আরও পড়ুন