![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের অন্তত ৩০ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। অনলাইনে চলে যাওয়া তথ্যগুলোর মধ্যে আছে ইউজার আইডি, ফোন নম্বর এবং তার পুরো নাম।
তথ্য ফাঁসের বিষয়টি প্রকাশ করেছে সিকিউরিটি গবেষক বব ডিয়াচেনকো। তিনিই প্রথম গত ডিসেম্বরে গ্রাহকদের ডেটা বেইজ ফাঁসের তথ্যটি খুঁজে পেয়েছেন।
বব ডিয়াচেনকো মনে করেন, ভিয়েতনামে সাইবার অপরাধীরা ফেইসবুক ব্যবহারকারীদের অনেক তথ্য সংগ্রহ করেছে। এজন তারা একটি অবৈধ স্ক্র্যাপিং ব্যবহার করেছে। আর এটা করতে এপিআই ভিত্তিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়েছে বলে ধারণা করেন বব।
এমন ঘটনার ক্ষেত্রে অবশ্য ডিয়াচেনকো ডেটাবেইজের মালিকদের আগে বিষয়টি জানান। কিন্তু এবারের ঘটনায় তিনি সেটা করেননি। কারণ, বিষয়টি অপরাধমূলক ছিল। তাই তিনি সরাসরি তা জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই ডেটাগুলো ‘হ্যাকারস ফোরামে’ আপলোড করে দেওয়া হয়েছে। যেখান থেকে হ্যাকাররা চাইলে তা ডাউনলোড করে নিতে পারেন। এতে করে ফেইসবুকের ওই ৩০ কোটি ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকি খুবই বেশি বলে জানান ডিয়ানেচকো।
এছাড়াও আরেকটি সার্ভারে আরও চার কোটি ২০ লাখ। অবশ্য এই সার্ভারটি একটি সাইবার ক্রিমিনাল গ্রুপের দ্বারা আক্রান্ত হয়েছে।
যে দুটি ডেটাবেইজ থেকে তথ্য ফাঁস হয়েছে সেগুলো মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের।
সূত্র : ইন্টারনেট, ইএইচ/মার্চ ১৪/ ১৫১৫/২০২০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি