![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার গাড়ির সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। ১০ মার্চ এক টুইটের মাধ্যমে এই মাইলফলকের কথা জানান সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মিলিয়নতম গাড়িটি হচ্ছে টেসলা মডেল ওয়াই ক্রসওভার। কারখানার সকল কর্মী গাড়িটির সঙ্গে ছবি তুলে বিশেষ মুহূর্তটি ধরে রাখেন।
গাড়ির ছবি ও কর্মীদের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করে সবাইকে অভিনন্দন জানান ইলন মাস্ক।
২০০৮ সাল টেসলা প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করে। এরপর এসেছে নানান চড়াই উৎরাই। অনেকে কল্পনাও করতে পারেনি এত জলদি বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করতে এমন সফলতা পাবে টেসলা।
বর্তমানে টেসলা বেশ জনপ্রিয় কোম্পানি এবং জনপ্রিয়তা কেবলই বেড়ে চলছে। তাই ধারনা করা হচ্ছে পরবর্তী ১০ লাখ গাড়ি বানাতে এতো বেশি সময় লাগবে না।
উল্লেখ্য, টেসলা মডেল এক্স, মডেল থ্রি, মডেল এস, মডেল ওয়াই, সেমি ট্রাক, সাইবার ট্রাক, রোডস্টার গাড়ি নির্মাণ করে থাকে।
ইতিপূর্বে একটি রোডস্টারকে ফ্যালকন হেভির মাধ্যমে মহাকাশেও প্রেরণ করা হয়। যেটি বর্তমানে মহাকাশে ভেসে বেড়াচ্ছে।
সূত্র: ইন্টারনেট, এমআর/মার্চ ১৪/২০২০/১১১১
আরও পড়ুন –
এক চার্জে ৩১৫ মাইল চলবে টেসলার গাড়ি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি