Techno Header Top and Before feature image

আর্থিক কর্মকর্তার পদ দখলে নেবে এআই

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরে অনেক কোম্পানির আর্থিক কর্মকর্তার পদ দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিশ্বের শীর্ষস্থানীয় হিসাববিজ্ঞান সংস্থা ডেলোইটের সাম্প্রতিক একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা যায় ৭৩ শতাংশ কোম্পানি বলেছে, আর্থিক ব্যবস্থাপনা খাতে তারা ২০২০ সালের মধ্যে প্রযুক্তির আশ্রয় নেবে। গত বছর এ হার ছিল ৫৮ শতাংশ।

আর্থিক খাতে আরও স্মার্ট ও সঠিক সিদ্ধান্ত নেওয়া জন্য এই পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সামনের দিনগুলোতে একজন আর্থিক কর্মকর্তার কাছ থেকে কোম্পানি প্রায় সব দক্ষতা আশা করবে। অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ একজন আবার ট্রেজারি বিশেষজ্ঞ হিসেবে আরেকজন- এমন পদ্ধতি আর থাকবে না। এ খাতে কর্মী কমে যাবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, এসব খাতের দরজা বন্ধ হতে হতে নতুন খাত উন্মুক্ত হবে। সামনের দিনগুলোতে ডাটা সায়েন্স, বিজনেস ইন্ট্যালিজেন্সের মতো খাতে ব্যাপকহারে লোকের প্রয়োজন হবে, যারা ডাটা বোঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

সামনের দিনগুলোতে কোম্পানি পরিচালনায় খরচ কমে যাবে। আর এ প্রভাব প্রথমে পড়বে অর্থিক খাতের কর্মীদের উপর।

বর্তমানে অনেক বড় কোম্পানির দৈনিক হিসাব রাখার জন্য এখন আর আলাদা কর্মীর প্রয়োজন পড়ছে না। সফটওয়্যার দিয়েই কাজ চলছে। তাই এ খাতের কর্মীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতার উন্নয়ন ঘটানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সূত্র: ইন্টারনেট, এমআর/মার্চ ১২/২০২০/১০৪০

*

*

আরও পড়ুন