![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল ট্যাবলেট আনতে পেটেন্ট দাখিল করেছে অ্যাপল।
মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে সম্প্রতি তারা ডিভাইসটির জন্য পেটেন্ট আবেদন করেছে।
পেটেন্টের ডিজাইন দেখে ধারনা করা হচ্ছে ডিভাইসটির সঙ্গে মাইক্রোসফটের সারফেস নিওর মিল থাকবে। চলতি বছর বাজারে আসার অপেক্ষায় থাকা সারফেস নিওর মতো এতেও থাকবে ডুয়েল স্ক্রিন। চুম্বক সম্বলিত ডিভাইসটি ফোল্ড করা যাবে ভেতরের দিকে।
দুটি স্ক্রিনে এক সঙ্গে আলাদা কাজ করা যাবে। অর্থাৎ দুটি স্ক্রিন হবে স্বতন্ত্র। তাই হিঞ্জে ধুলা বালি আটকে ডিভাইস নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
এতে করে অন্যান্য ফোল্ডেবল ফোন যেমন গ্যালাক্সি ফোল্ড বা মটোরলা রেজারের চেয়ে এর স্থায়িত্ব বেশি হবে।
ডিভাইসটি অর্ধেক ফোল্ড করে ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে। আনফোল্ড থাকলে দুই স্ক্রিনে দুই রকম কাজ করা যাবে।
তবে পেটেন্ট আবেদন দাখিলের অর্থ এই নয় যে, অ্যাপল শেষ পর্যন্ত ডিভাইসটি বাজারে আনবে। পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে তা বাতিলও করতে পারে টেক জায়ান্টটি। কেননা মানের বিষয়ে তারা কোনো আপোষ করে না।
এর আগে কাঙ্ক্ষিত মান অর্জন না করতে পারায় এয়ারপাওয়ার উন্মোচন করেও বাজারে আনেনি অ্যাপল।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ১২/২০২০/১১৪৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি