![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সার্ভার পিসি প্রসেসরের রেসে এএমডির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইন্টেল।
উপায় না দেখে ২৮ কোরের প্রসেসরের দাম কমিয়ে দিয়েছে কোম্পানিটি। সোমবার প্রকাশিত ইন্টেলের নতুন মূল্যতালিকায় দেখা যায় বাজারে আসা নতুন প্রসেসরের দাম উল্লেখযোগ্য হারে কম রাখছে ইন্টেল।
উদাহরণস্বরূপ, জিয়ন গোল্ড ৬২৫৮আর ও জিয়ন গোল্ড ৬২৪৮আর প্রসেসরগুলো প্রতি ডলারের বিপরীতে যথাক্রমে ৩২ ও ৪২ শতাংশ বেশি পারফরম্যান্স দেবে সেই সঙ্গে ‘কোর প্রতি’ দাম হবে পূর্ববর্তী মডেলের অর্ধেক।
ইন্টেলের এমন পদক্ষেপকে ‘ডেস্পারেট মুভ’ হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। অনেকের মতে বাজার নিয়ন্ত্রণে টাকার প্রভাব দেখাচ্ছে ইন্টেল।
উল্লেখ্য, ইন্টেলের হাতে এএমডির চেয়ে দশগুণ বেশি টাকা আছে যা দিয়ে তারা বাজার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
তবে, পয়সার প্রভাব কতদিন থাকবে সেটিই এখন মূল প্রশ্ন। কারণ সার্ভার পিসির প্রসেসর নির্মাণে ইন্টেল এখনও ১৪ ন্যানোমিটারের ২৮ কোরের প্রসেসরই নির্মাণ করে। যেখানে এএমডি ৭ ন্যানোমিটারের ৬৪ কোরের প্রসেসর দিয়ে নতুন বাজার দখল করে যাচ্ছে।
ধারনা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে সার্ভার পিসির বাজারের দশ শতাংশ দখলে নেবে এএমডি।
ইতিপূর্বে ইন্টেলের উপর নাখোশ হয়ে ৭ ন্যানোমিটারের প্রসেসর তৈরিতে বিনিয়োগ বাড়াবে বলে ঘোষণা দেয় অ্যাপল। তাই বলাই বাহুল্য প্রসেসরের বাজারে ইন্টেলের দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না।
সূত্র: ইন্টারনেট, এমআর/মার্চ ১১/২০২০/০৯৩৬
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি