Techno Header Top and Before feature image

নেটফ্লিক্স সার্টিফিকেশন পাচ্ছে যেসব গ্যালাক্সি ডিভাইস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে নেটফ্লিক্স ফ্রি দেবার ভুয়া খবর ছড়াচ্ছে দুর্বৃত্তরা। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাংয়ের বেশ কিছু মডেলের ডিভাইস পাচ্ছে নেটফ্লিক্স ‘এইচডিআর১০’ সার্টিফিকেশন।

গ্যালাক্সি সিরিজের যেসব স্মার্টফোন ও ট্যাব নেটফ্লিক্সের মানদণ্ড অনুযায়ী উচ্চমানের ভিডিও উপযোগী, সেগুলোকেই সার্টিফিকেশন তালিকায় রাখা হয়েছে।

এছাড়া, আরো বেশ কিছু ডিভাইসকে ‘এইচডি’ সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

এইচডিআর১০ হচ্ছে এইচডিআর-এর উন্নত বা সর্বশেষ সংস্করণ। এইচডিআর১০ প্রযুক্তিতে কনটেস্ট, ব্রাইটনেস, কালার আরো উন্নত ও ভারসাম্যপূর্ণ হওয়ায় ভিডিও চিত্র বেশ উপভোগ্য হয়ে ওঠে।

এইচডিআর১০ সার্টিফিকেট পাওয়া স্মার্টফোন তালিকা :
১. গ্যালাক্সি এস২০
২. গ্যালাক্সি এস২০+
৩. গ্যালাক্সি এস২০ আলট্রা
৪. গ্যালাক্সি এস২০+ ৫জি
৫. গ্যালাক্সি এস২০ আলট্রা ৫জি
৬. গ্যালাক্সি এস২০ আলট্রা ৫জি
৭. গ্যালাক্সি এস১০ লাইট
৮. গ্যালাক্সি নোট ১০+
৯. গ্যালাক্সি এস১০ ৫জি
১০. গ্যালাক্সি ফোল্ড
১১. গ্যালাক্সি ফোল্ড ৫জি

এইচডি স্ট্রিমিং সার্টিফিকেশন পাওয়া স্মার্টফোন তালিকা :
১. গ্যালাক্সি এ৯
২. গ্যালাক্সি এম১০এস
৩. গ্যালাক্সি এ১০ই
৪. গ্যালাক্সি এ৬০
৫. গ্যালাক্সি এ৭০
৬. গ্যালাক্সি এ৮০
৭. গ্যালাক্সি এম৪০
৮. গ্যালাক্সি এ৩০এস
৯. গ্যালাক্সি এ৫০এস
১০. গ্যালাক্সি এ৭০এস
১১. গ্যালাক্সি এম৩০এস
১২. গ্যালাক্সি এ৫১
১৩. গ্যালাক্সি এ৭১
১৪. গ্যালাক্সি এম২১
১৫. গ্যালাক্সি এম৩১
১৬. গ্যালাক্সি নোট ১০ লাইট
১৭. গ্যালাক্সি এক্স কভার ৪এস
১৮. গ্যালাক্সি এক্স কভার প্রো

এইচডি স্ট্রিমিং সার্টিফিকেশন পাওয়া ট্যাব তালিকা :
১. গ্যালাক্সি ট্যাব এ
২. গ্যালাক্সি ট্যাব এ ৮.০
৩. গ্যালাক্সি ট্যাব এ উইথ এস পেন
৪. গ্যালাক্সি ট্যাব একটিভ প্রো
৫. গ্যালাক্সি ট্যাব এস৫ই
৬. গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট

বিশ্বে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবাগুলোর একটি নেটফ্লিক্স। স্মার্টফোন ও ট্যাবের পাশাপাশি স্মার্ট টিভিতেও নেটফ্লিক্সের ব্যবহার বাড়ছে।

সূত্র : ইন্টারনেট, টিআর/মার্চ ০৯/২০২০/১২৩২

*

*

আরও পড়ুন