স্টোরিজের আদলে ফ্লিটস আনছে টুইটার

twitter-lite-techshohor
টুইটার। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচারের আদলে টুইটারে আসছে ফ্লিটস ফিচার। এই ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ২৪ ঘণ্টা পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। বুধবার এক ঘোষণায় টুইটার এ তথ্য জানায়।

তবে এতে অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে টুইটারের পার্থক্য কমে যাবে বলে ফিচারটির কথা শুনে খুশি হতে পারেননি টুইটার ভক্তরা। পরিবর্তন ঠেকাতে তাই #RIPTwitter ট্রেন্ড শুরু হয়েছে মাইক্রো ব্লগিং সাইটটিতে।

টুইটারের প্রোডক্ট লিড জানান, অনেকেই আছেন যারা সবাইকে পোস্ট দেখাতে চান না বা স্থায়ীভাবে প্রোফাইলে ঝুলে থাকবে এমন পোস্ট দেওয়া থেকে বিরত থাকেন। তাই হঠাৎ কোনো চিন্তা বা অনুভূতি ক্ষনিকের জন্য প্রকাশ করতে ফ্লিট সাহায্য করবে।

Techshohor Youtube

ফ্লিটসে রিপ্লাই দেওয়া, লাইক দেওয়া কিংবা রিটুইট করার কোনো অপশন থাকবে না।

আপাতত সীমিত পরিসরে ব্রাজিলের ব্যবহারকারীরা ফিচারটি পেয়েছেন। টুইটার অ্যাপে হোম পেইজের একদম উপরে ছোট গোলাকার প্লাস চিহ্ন দেওয়া ছবিতে ক্লিক করলেই পোস্ট, ছবি ও জিআইএফ যুক্ত করা যাবে ফ্লিটসে। চাইলে সর্বনিম্ম ২ মিনিট থেকে সর্বোচ্চ ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এতে পোস্ট করা যাবে।

এজেড/মার্চ ০৫/২০২০/১৬৩০

আরও পড়ুন –

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে টুইটার

ফিফার টুইটারে বাংলাদেশের ছবি

*

*

আরও পড়ুন