![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধা দিতে অ্যান্ড্রয়েড ১১ এর ডেভেলপার প্রিভিউ শুরু করেছে গুগল।
সম্প্রতি ক্রোম ওএসের সোর্স কোড খুঁজে বের করে সংবাদ মাধ্যম নাইনটুফাইভ গুগল। কোডটির নাম ‘ইভ-এআরসি-আর’।
গুগল পিক্সেলবুকের অভ্যন্তরীণ কোডের নাম ইভ। এআরসি দিয়ে ক্রোমে অ্যান্ড্রয়েড রান টাইম বোঝানো হয়েছে। সব শেষে থাকা আর ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ বোঝাতে।
পিক্সেল বুক ছাড়া আরও দুটি ক্রোম ওএস কোডনেম পেয়েছে গুগল। একটি হল কুকুই অন্যটি হলো হ্যাচ। ইন্টেলের ১০ম প্রজন্মের প্রসেসর যে ক্রোমবুকগুলোতে থাকে সেগুলোর কোডনেম হ্যাচ। মিডিয়াটেক এমটি ৮১৮৩ প্রসেসর সমৃদ্ধ ক্রোমবুকগুলোকে বলা হয় কুকুই।
ধারণা করা হচ্ছে, কোডনেমগুলো দিয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক ও লেনোভো আইডিয়াপ্যাড ডুয়েট ডিভাইসের কথা বোঝানো হয়েছে।
২০২১ সালের আগে ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণের আপডেট পাওয়ার কোনো সম্ভাবনা নাই।
ইন্টারনেট অবলম্বনে এজেড/মার্চ/২০২০২/১৭৪৫