![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অন্যকে অভিবাদন জানানোর চিরায়ত রীতি হলো হ্যান্ডশেক।
কিন্তু হ্যান্ডশেক থেকে মানুষে মানুষে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় পায়ের সঙ্গে পা মেলাচ্ছেন চীনের বাসিন্দারা। এক ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা কয়েকজন ব্যক্তি একে অন্যকে হ্যালো বলছেন, এরপর হাতের পরিবর্তে পা মিলিয়ে অভিবাদন জানাচ্ছেন। নতুন এই অভিবাদন ‘উহান শেক’ নামে পরিচিতি পেয়েছে। করোনাভাইরাস ছড়িয়েছে চীনের উহান শহর থেকে। এ কারণে নতুন এই শেকের নামকরণ হয়েছে উহানের নামে।
সারা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেওয়ায় শুধু ‘উহান শেক’ নয় আরও কয়েক ধরণের অভিবাদন রীতির উদ্ভব হয়েছে।
বিবিসির এক ভিডিওতে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে কনুই স্পর্শ করেও হ্যান্ড শেকের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘এলবো বাম্প’।
সম্প্রতি ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেন। সেই নেতা হাত বাড়ানোর পরিবর্তে মুখের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ করোনাভাইরাসের কথা মনে পড়ে মার্কেলের। এরপর তিনি হ্যান্ডশেকের পরিবর্তে হাসি দিয়ে সেখান থেকে সরে যান।
এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৯৮ জনের।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ০৪/২০২০/১২৫৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি