![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের সন্তুষ্টির বিচারে স্যামসাংই সেরা। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান জেডি পাওয়ার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, অ্যাপলের চেয়ে স্যামসাংয়ই অধিক ব্যবহারকারীর মন জয় করেছে। তবে এই সন্তুষ্টি কেবল ট্যাবলেট ব্যবহারের দিক থেকে।
প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের খবরে বলা হয়, এ বছরেরে মার্চ থেকে আগস্ট, এই ছয় মাস গবেষণা চালায় জেডি পাওয়ার। এ ক্ষেত্রে গুরুত্ব পায় ডিভাইসের পারফরম্যান্স, ডিজাইন, সুবিধা। এর সঙ্গে কতটা ব্যবহার-বান্ধব, তাও বিবেচনায় আনা হয়। তিন হাজার ৩৭৫ জন ব্যবহারকারীরও মধ্যে জরিপ চালায় প্রতিষ্ঠানটি। সব মিলিয়েই দেওয়া হয় ‘সেরা’ রেটিংয়ের মর্যাদা।
ট্যাবের রেটিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ৮৩৫ পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই অ্যাপল। রেটিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির পয়েন্ট ৮৩৩।
– সিনেট অবলম্বনে তারেক হাবিব
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি