![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী দামে এন্ট্রি লেভেলের ফোন নকিয়া সি২ আনছে এইচএমডি গ্লোবাল।
ডুয়েল সিমের সি২ ফোনটিতে থাকবে ইউনিসক প্রসেসর। এর আগে অ্যান্ড্রয়েড গো চালিত নকিয়া সি১ উন্মোচন করা হয় ১১ ডিসেম্বর। ফোনটিতে ফোরজি সাপোর্ট ছিলো না। তাই ফোরজি সমর্থিত সি২ এর দাম কিছুটা বেশি হতে পারে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উন্মোচনের কথা ছিলো এইচ এমডি গ্লোবালের। কিন্তু ইভেন্টটি বাতিল হওয়ার আগে নিজেরাই তারা নাম প্রত্যাহার করে নেয়। ইভেন্টটিতে নকিয়া ৮.২, নকিয়া ৪.৩, নকিয়া ১.৩ ও ফিচার ফোন নকিয়া ৪০০ উন্মোচনের কথা ছিলো।
এর মধ্যে নকিয়া ৮.২ হবে ফাইভজি ফোন। এতে থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ৪০০০ এমএএইচ ব্যাটারি। পেছনে থাকবে ১৩ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
নকিয়া ৫.২ ফোনটিতেও থাকবে ফাইভজি সাপোর্ট, স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর, ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ডুয়েল ক্যামেরায় থাকবে ১৮ ও ১৬ মেগাপিক্সেল। সেলফির জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লে হবে ৬ দশমিক ২ ইঞ্চির।
এজেড/ মার্চ ০২/২০২০/১৫৫০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি