Techno Header Top and Before feature image

প্লে স্টোরে নিষিদ্ধ চিতা মোবাইলের অ্যাপ

চিতা কিবোর্ড। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপ বন্ধ থাকা অবস্থায় বিজ্ঞাপন দেখানোতে ফেব্রুয়ারিতে ৬০০ অ্যাপ প্লে স্টোর থেকে সরায় গুগল। এর মধ্যে বেশ কিছু অ্যাপের নির্মাতা ছিল চীনা প্রযুক্তি কোম্পানি চিতা মোবাইল।

নিয়ম ভাঙার দায়ে আগে বেশ কয়েকবারই তাদেরকে সতর্ক করেছিলো গুগল। তাতে  কোনো ফল না আসায় তাদের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ক্লিন মাস্টার, চিতা কিবোর্ড, সিএম ব্রাইজার ও সিকিউরিটি মাস্টার প্লে স্টোর থেকে সরানো হয়।

তবে প্লে স্টোর থেকে চিতার সব অ্যাপ সরানো যায়নি। কারণ অনেক অ্যাপ কেনার পর তাতে বিজ্ঞাপন যুক্ত করে প্লে স্টোরে ছেড়েছে চিতা। এ মুহূর্তে তাদের মালিকানাধীন বিশাল সংখ্যক অ্যাপ প্লে স্টোরে রয়েছে।

প্লে স্টোরে তাদের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলো নিষিদ্ধ করার পর নিজস্ব ওয়েবসাইটে থেকে ব্যবহারকারীদেরকে এপিকে বা অ্যান্ড্রয়েড অ্যাপ ফাইলের এক্সটেনশন ডাউনলোডের পরামর্শ দিচ্ছে তারা।

গত মাসে মেশিন লার্নিং ভিত্তিক প্রযুক্তির সহায়তায় ৬০০ অ্যাপ প্লে স্টোরে নিষিদ্ধ করে গুগল। নিষিদ্ধ অ্যাপগুলোর সম্মিলিত ডাউনলোড সংখ্যা ৪৫০ কোটিরও বেশি। অ্যাপগুলোর বেশিরভাগ ডেভেলপার চীন, ভারত, হংকং ও সিঙ্গাপুরের।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ০২/২০২০/১৪২৬

*

*

আরও পড়ুন