![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ালটনের কাছ থেকে নিজেদের ব্র্যান্ডের নামে এসি তৈরি করে নিচ্ছে হুন্দাই।
বাংলাদেশের ওয়ালটনের কারখানায় তৈরি করা এসব হুন্দাই ব্র্রান্ডের এসি রপ্তানি হবে প্রতিবেশী দেশ ভারতে।
রোববার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের ডিজি-হাইটেক কারখানায় এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয় হুন্দাই ও ওয়ালটনের মধ্যে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
চুক্তি অনুসারে, হুন্দাই তাদের ব্র্যান্ডের নামে বা ‘হুন্দাই’ নামে ওয়ালটনের কারখানা থেকে এসব এসি তৈরি করে নেবে। যেখানে প্রযুক্তিগত সহায়তা দেবে হুন্দাই।
পরে এসিগুলো ভারতের বাজারে বিক্রির জন্য রপ্তানি করবে হুন্দাই।
রোববার ওই অনুষ্ঠানে তিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, রিফাহ তাসনিয়া স্বর্ণাসহ আরও অনেকেই।
ইএইচ/ মার্চ ০১/ ২০২০/ ১৯০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি