Techno Header Top and Before feature image

গুগল প্লেতে মোড বদলের অপশন

গুগল প্লের সেটিংস অপশনে গিয়ে থিম বদলানো যাবে। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিস্টেম সেটিংস থেকে খুব সহজেই ডার্ক মোড অন করা যায়।

এতে গুগলের সব অ্যাপ ও সেবাতে ডার্ক মোড থিম দেখা যায়। তবে কেউ যদি আলাদাভাবে শুধু গুগল প্লে স্টোরে লাইট মোড ব্যবহার করতে চায় তবে সেটাও সম্ভব হবে।

কারণ গুগল প্লে স্টোরের সেটিংসে থিম ফিচারের মধ্যে যুক্ত হয়েছে ডার্ক মোড, লাইট মোড ও সিস্টেম ডিফল্ট অপশন। শুধু অ্যান্ড্রয়েড ১০ ব্যবহারকারীরাই ফিচারটি পাবেন। গুগলে প্লের সেটিংসে গেলে থিম অপশনটি পাওয়া পাবে।

আজ থেকে ফিচারটির আপডেট অ্যান্ড্রয়েড ১০ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। তবে এখনোও সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছায়নি।

ডার্ক মোড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকালে চোখের যে ক্লান্তি সৃষ্টি হয় তাও দূর করে ডার্ক মোড।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ০১/২০২০/১৬২০

*

*

আরও পড়ুন