Techno Header Top and Before feature image

কনসোল বন্ধ করলেও সেইভ থাকবে গেইমস

এক্সবক্স সিরিজ এক্স। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্সে রিজিউম ফিচার যুক্ত হচ্ছে।

রিজিউম ফিচারের মাধ্যমে গেইম খেলার মাঝে গেইমিং কনসোল অফ করে অন করলে পুনরায় একই জায়গা থেকে গেইম শুরু করা যায়।

ফিচারটি এর আগে এক্সবক্স ওয়ানে (২০১৩)  দেখা গেছে। তবে নতুন এক্সবক্স সিরিজ এক্সে একবারে কয়েকটি গেইম রিজিউম করা যাবে। তাই গেইম খেলতে খেলতে অন্য একটি গেইমে মজে গেলেও সমস্যা নেই। সেইভ থাকবে আগের গেইমটি।

এছাড়া, গেইমের সাউন্ড এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে এতে যুক্ত হবে অডিও রে ট্রেসিং ফিচার। আরও থাকবে এএমডির তৈরি রাইজেন গ্রাফিক্স কার্ড, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট, জিডিডিআর ৬ মেমরি ও এসএসডি স্টোরেজ (যা ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহৃত হবে)।

নতুন কনসোলটি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে গেইম ডেভেলপারস কনফারেন্সের অপেক্ষায় ছিল মাইক্রোসফট। তবে করোনাভাইরাসের আতঙ্কে গেইম ডেভেলপারস কনফারেন্স বাতিল হয়েছে। তাই কনসোলটি সম্পর্কে এখনই খুব বেশি তথ্য পাওয়া যাবে না।

গত ডিসেম্বরে মাইক্রোসফট জানায়, এক্সবক্স সিরিজ এক্স আসবে ২০২০ সালের শেষ দিকে। একই সময়ে বাজারে আসবে সনির গেইমিং কনসোল প্লে স্টেশন ৫।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ০১/২০২০/১৫০২

*

*

আরও পড়ুন