উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেলেন নারীরা

নারীদের ইনোভেশন বুটক্যাম্পের সমাপনী দিনে অংশগ্রহণকারী ও অতিথিরা। ছবি : সৌজন্যে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইডিয়াকে সফলতা দিয়েই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য নিজেদের উদ্ভাবনের বিকল্প নেই বলে নারীদের ইনোভেশন বুটক্যাম্পের সমাপনী আয়োজনে বক্তারা বলেছেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল সমাপনী আয়োজনে নারীদের ওই ক্যাম্পে বক্তব্য রাখেন।

‘গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প’ নামের ওই আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএন।

Techshohor Youtube

নারীদের তথ্যপ্রযুক্তি ভিত্তিক কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বুটক্যাম্পটি বিডিওএসএনের চলমান প্রকল্প ‘এনাবিলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ’ এর আওতায় অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের সেশনে হাতে কলমে বিজনেস মডেল ক্যানভাস বানানো শেখান উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা। শুধুমাত্র মেয়েদের নিয়ে কাজ করতে যেয়ে যেসব বাধার সম্মুখীন হয়েছেন সে গল্পও করেন তিনি। ছয়টি দল টিম ওয়ার্কের মাধ্যমে তাদের নিজেদের বিজনেস আইডিয়ার ক্যানভাস তৈরি করেন। এরপরে বিজনেস ফান্ডিং নিয়ে কথা বলেন শওকত হোসেন। ইন্টারেক্টিভ সেশনটিতে মেয়েদের কাছে তিনি জানতে চান, “উদ্যোক্তা হতে চাওয়া মেয়েদের সবচেয়ে বড় সম্মস্যা কি?” মেয়েদের উত্তরের শুরুতেই আসে ফান্ডিং এর কথা। এরপরে তিনি ফান্ডিং এর সাতটি উ

তৃতীয় দিনের প্রথম সেশনে নারীদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে কথা বলেন —-তুলি। উদ্যোক্তাদের নিত্যদিনের ক্লান্তি দূর করতে কিছু সহজ ব্যায়াম শেখান তিনি। এরপরে কাস্টমার ডিফাইন নিয়ে কথা বলেন

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে অংশ নিয়েছিলেন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মাঝে উদ্যোক্তা হয়েছেন এমন ৩৫ জন নারী। তিন দিন ধরে বিভিন্ন সেশনে উদ্যোক্তা হবার খুঁটিনাটি শিখেছেন তারা। সমস্যা সমাধানের আইডিয়া নিয়ে প্রতিযোগিরা ক্যাম্পে কাটায় উত্তেজনাপূর্ণ তিনদিন। আজ ২৯ ফেব্রুয়ারি আইডিয়া পিচিং এর মধ্য দিয়ে শেষ হল আবাসিক ক্যাম্পটি।

এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল তিন দিনের ক্যাম্প।

ইএইচ/ ফেব্রু২৯/ ২০২০/ ১৯৫০

আরও পড়ুন –

নারীদের জন্য উদ্ভাবনী বুটক্যাম্প শুরু 

উদ্যোক্তা হতে আর্থিক, সামাজিক সহায়তা চান নারীরা

নারীদের জন্য ইনোভেশন বুটক্যাম্প শুরু

*

*

আরও পড়ুন