এক চার্জে ৩১৫ মাইল চলবে টেসলার গাড়ি

টেসলা মডেল ওয়াই। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেসলা মডেল ওয়াই নামের নতুন একটি ইলেক্ট্রিক গাড়ি বাজারে আনবে। এর উৎপাদন শুরু হবে আগামী মাস থেকে। ১৫ মার্চের পর থেকে ডেলিভারি দেওয়া হবে।

এ কারণে এখন থেকেই প্রি-অর্ডার দেওয়া ক্রেতাদের কাছে মেইল পাঠাচ্ছে টেসলা। মেইলে ক্রেতাদেরকে অভিনন্দন জানিয়ে লিখছে, শুভেচ্ছা। মার্চে ডেলিভারির জন্য প্রস্তুত মডেল ওয়াই। কবে ডেলিভারি নিতে পারবেন তা নিশ্চিত করলে আপনারা ভালো অভিজ্ঞতা পাবেন।

২০২০ টেসলা মডেল ওয়াইয়ের ব্যাটারি একবার চার্জ করলে তা একটানা ৩১৫ মাইল (৫০৭ কিলোমিটার) চলবে।

Techshohor Youtube

গাড়িটি উন্মোচন করা হয় গত বছরের মার্চে। তখন টেসলা জানিয়েছিল, ব্যাটারির ব্যাকআপ মিলবে ২৮০ মাইল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষমতা আরও বাড়তে পারে।

ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করা যায়। তাই ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে। প্রচলিত গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ির দাম বেশি হলেও এর কিছু সুবিধা আছে। যেমন গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ কমে। এছাড়া, বার বার তেল বা গ্যাস কিনতে টাকাও খরচ হয় না।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ২৫/২০২০/১৫১২

*

*

আরও পড়ুন