Techno Header Top

ব্ল্যাক শার্ক ৩ আসছে মার্চে

ব্ল্যাক শার্ক ২। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো ফাইভজি সুবিধাসহ শাওমির পরবর্তী গেইমিং ফোন ব্ল্যাক শার্ক ৩ আসবে মার্চে।

চীনের এক ইভেন্টে ৩ মার্চ ফোনটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানাে হবে।

এবারই প্রথম গেইমিং সাবব্র্যান্ড ব্ল্যাক শার্কের ফোনে ফাইভজি সুবিধা থাকবে। এতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫।

ডিভাইসটির র‍্যাম হবে ১৬ জিবি। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। ৫০০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট করবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

গেইমারদের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি চীনের গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের সঙ্গে চুক্তি করে ব্ল্যাকশার্ক।

উইবোতে পোস্ট করা এক পোস্টারে ব্ল্যাক শার্কের সঙ্গে দেখা গেছে টেনসেন্টের লোগো। টেনসেন্ট গেইমারদেরকে কী ধরণের সুবিধা দেবে তা এখনো অবশ্য বিস্তারিত জানা যায়নি।

আগের সংস্করণ ব্ল্যাক শার্ক ২ প্রোয়ে ছিল লিকুইড কুলিং ৩.০+ নামের একটি ফিচার। গেইমিংয়ের সময় ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার কাজ করে ফিচারটি। নতুন ফোনেও লিকুইড কুলিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আগের সংস্করণের ফোনটির দাম শুরু হয়েছিল ৪৩৫ ডলার থেকে। ব্ল্যাক শার্ক ৩-এর দাম শুরু হতে পারে ৫০০ ডলার থেকে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি  ২৫/২০২০/১৩২৪

*

*

আরও পড়ুন