বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক ট্রাক ২৯০ টন!

কোমাতসু ট্রাক। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সবুজ শক্তির ব্যবহার সব ক্ষেত্রেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক ব্রিটিশ বহুজাতিক মাইনিং কোম্পানি অ্যাংলো আমেরিকানও অবশেষে সবুজ শক্তির বিপ্লবে সামিল হলো।

তারা বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক ডাম্প ট্রাক নির্মাণ করছে যা চলতি বছরেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

২৯০ টনের ট্রাকটি নির্মাণে কোম্পানিটিকে ব্রিটিশ কোম্পানি উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং এবং ফরাসি কোম্পানি ইনজি কোম্পানিটিকে সহযোগিতা করছে।

Techshohor Youtube

ইনজির হাইড্রোজেন প্রযুক্তি, উইলিয়ামসের লিথিয়াম আয়ন ব্যাটারি সিস্টেমের সমন্বয়ে অ্যাংলো আমেরিকার কোমাতসু ট্রাকগুলো আগামী দিনে হয়ে উঠবে সবুজ ডাম্পিং ট্রাক। বিশাল এই ট্রাকের ডিজেল ইঞ্জিনকে প্রতিস্থাপন করে বসবে এক হাজার কিলোওয়াট ধারণক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ফলে ট্রাকটি হাইড্রোজেন ও ইলেকট্রিক, দুটি শক্তিতেই চলতে সক্ষম হবে।

উল্লেখ্য, হাইড্রোজেন জ্বালানি হিসেবে কোনও কার্বন নিঃসরণ করে না। লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে সমন্বিত এই শক্তি প্রযুক্তি ট্রাকগুলোকে প্রচলিত ডিজেল চালিত ট্রাকগুলোর সমান বা আরও শক্তিশালী করে তুলবে।

২০৩০ সালের মধ্যে কোম্পানিটি কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমাতে কাজ করে যাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা সফল হলে অ্যাংলো আমেরিকা তাদের সব ডাম্প ট্রাককে এই প্রযুক্তিতে সংস্কার করবে বলে জানা গেছে।

এমআর/ফেব্রু ২৪/২০২০/১০১৫/১০২০

*

*

আরও পড়ুন