![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে কম ক্ষতি হয়েছে স্যামসাংয়ের। কারণ আগেই চীনের বেশিরভাগ কারখানা বন্ধ করে সেগুলো ভিয়েতনামে সরিয়ে নিয়েছে তারা। তবে শেষ রক্ষা হলো না।
স্যামসাং ইলেক্ট্রনিকস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার গুমি শহরের মোবাইল কারখানাটিতে এক কর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পরে। ফলে পুরো কারখানা তারা বন্ধ করতে বাধ্য হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।
কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে কোয়ারেন্টাইন করে রেখেছে স্যামসাং। এছাড়াও, ওই কর্মীদের শরীরে ভাইরাসটি ঢুকেছে কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে স্যামসাং।
গুমি শহরের ওই কারখানাতে শুধু হাই এন্ড ফোন তৈরি করা হয়। এই ফোন শুধু দক্ষিণ কোরিয়াতেই বিক্রি করে স্যামসাং। তাদের সিংহভাগ ফোন উৎপাদন হয় ভিয়েতনাম ও ভারতে।
দক্ষিণ কোরিয়ার থেগু শহরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখান থেকে গুমি শহরের অবস্থান খুব বেশি দূরে নয়। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৮৫৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৩ জনের।
এজেড/ ফেব্রুয়ারি ২৩/২০২০/১৭২০
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি