Techno Header Top and Before feature image

ফেরার ঘোষণা ইনস্টাগ্রামে দিলেন 'ফ্রেন্ডস' তারকারা

জনপ্রিয় সিরিজ ফ্রেন্ডসের তারকারা। ছবি : ইনস্টাগ্রাম

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আবারও ১৬ বছর পর পর্দায় দেখা যাবে ‘ফ্রেন্ডস’ সিরিজের অভিনয় শিল্পীদের।

ওয়ার্নার মিডিয়ার নতুন স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্স চালু হবে আগামী মে মাসে। সেখানেই ‘আনস্ক্রিপ্টটেড রিইউনিয়ন’ শোতে দেখা মিলবে ‘ফ্রেন্ডস’ তারকাদের।

সিরিজটির জনপ্রিয় তারকা জেনিফার অ্যানিস্টোন, কর্টেনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক, ম্যাথ্যু পেরি ও ডেভিড সুইমার একসঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাপশনে তারা লেখেন, ‘ইটস হ্যাপেনিং’।

ফ্রেন্ডসের তারকারা পুরানো চরিত্রে ফিরছেন না। ফ্রেন্ডসকে ঘিরে তাদের যে স্মৃতি, অনুভূতি তাই পর্দায় দেখাবেন তারা।

এইচবিও জানিয়েছে, ফ্রেন্ডস তারকাদেরকে স্টেজ ২৪-এ শোটি নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যাবে।

১৯৯৪ সালে এনবিসি চ্যানেলে সিরিজটি শুরু হয়। প্রচারিত হয় মোট ১০ সিজন। নিউইয়র্কের কফিপ্রেমী তরুণ বাসিন্দাদের জীবন নিয়ে তৈরি করা কমেডি সিরিজটি শেষ হয় ২০০৪ সালে।

এরপর নেটফ্লিক্সে ফ্রেন্ডসের প্রচার শুরু হলে নতুন করে এর জনপ্রিয়তা বাড়তে থাকে।

এইচবিও ম্যাক্সে ফ্রেন্ডস রিইউনিয়ন চলবে ৫ বছর পর্যন্ত। সিরিজটির জন্য ওয়ার্নার মিডিয়াকে সাড়ে ৪২ কোটি ডলার দিচ্ছে এইচবিও ম্যাক্স।

এজেড/ ফেব্রুয়ারি ২৩/২০২০/১১৪২

*

*

আরও পড়ুন