![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্সটাগ্রামে নিজেকে বদলে ফেলার গল্প জানালেন হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর।
কিভাবে এই কঠিন যাত্রা পার করেছেন তার কিছু ছবি দিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে প্রথমেই ধন্যবাদ জানান, তার ফিটনেস প্রশিক্ষক মেরিন অ্যালটনকে।
তিনি সেখানে জানান, ১৫ বছর ধরে তারা একে অপরকে চেনেন। প্রতিবার ‘সান্তা ক্লারিটা ডায়েট’ সিরিজ শুরু হওয়ার আগে মেরিন তাকে ফিট করে তোলেন।
এরপরে লেখেন, ২০ পাউন্ড মেদ ঝরানো মোটেও সহজ ছিলো না। সন্তান জন্মদানের পরপরই অনেককে আমরা আগের মতো ফিট দেখতে পাই। ম্যাগাজিনে ও রেড কার্পেটে দেখা এসব তারকার সঙ্গে নিজের তুলনা করবেন না। খাবারের মেনুতে পরিবর্তন এনে ও ঘাম ঝড়িয়ে আমাকে এই পরিবর্তন আনতে হয়েছে। আপনারা চাইলেও পারবেন। তবে খাবার যে আনন্দ দেয় তা থেকে নিজেকে বঞ্চিত করা কঠিন।
ড্রিউ ব্যারিমোরের দুটি মেয়ে আছে। বড় মেয়ের নাম অলিভ (৭), ছোট মেয়ের নাম ফ্র্যানকি।
নেটফিক্সের সিরিজ ‘সান্তা ক্লারিটা ডায়েট’ এর কারণে তিনি মেদ ঝরান। তবে ২০১৭ সালে শুরু হওয়া সিরিজটি ২০১৯ সালেই বন্ধ হয়ে যায়। ড্রিউ ব্যারিমোরের সবচেয়ে আলোচিত সিনেমা হলো ব্লেন্ডেড, ৫০ ফার্স্ট ডেট, মিউজিক অ্যান্ড লিরিক্স ও এভার আফটার।
ইয়াহু নিউজ অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ২০/২০২০/১৬২২
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি