চীনের বদলে তাইওয়ানকে বেছে নিল অ্যাপল

chinese-factories-techshohor
ফক্সকনের ফ্যাক্টরিতে কর্মরত কমীরা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের কারণে চীনে পণ্য উৎপাদন ধীরগতির হয়ে পড়ায় তাইওয়ানমুখী হচ্ছে অ্যাপল।

চীন থেকে কিছু পণ্যের উৎপাদন তাইওয়ানে সরিয়ে নিচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এয়ারপডস, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের উৎপাদনের পাশাপাশি ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো সংযোজনের কাজও এখন থেকে হবে তাইওয়ানে।

Techshohor Youtube

চীনের এখন যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই।

ধারণা করা হচ্ছে, বছরের প্রথম প্রান্তিকে চীনের উৎপাদন খাতের এক তৃতীয়াংশ বন্ধ থাকবে। তাই ধীরে ধীরে তাইওয়ানে আরও কিছু পণ্যের উৎপাদন কার্যক্রম সরিয়ে নিতে চাচ্ছে অ্যাপল।

সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অ্যাপলের সবচেয়ে বড় আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকনের কারখানা আছে। এখানে কাজ করেন দুই লাখ কর্মী। সেখানেও অবশ্য করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোতে স্থানীয় বাদে অন্যান্য কর্মীদেরকে কাজে আসতে মানা করা হয়েছে।

আগামী মার্চেই আসার কথা আইফোন ৯। তবে এখনও এর উৎপাদন কাজ পুরোদমে শুরু করা যায়নি। অথচ সাপ্লাইয়ারদের কাছে ১৫ মিলিয়ন আইফোন তৈরির ফরমাশ পেয়েছে অ্যাপল। তবে কর্মী কমে যাওয়ায় ও যন্ত্রাংশ পরিবহন করার সুযোগ না থাকায় নির্ধারিত সময় আইফোন ৯ বাজারে আসবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

নাইনটুফাইভ ম্যাক ও ফাইন্যানশিয়াল টাইমস অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ২০/২০২০/১১৫০

আরও পড়ুন –

করোনাভাইরাসে নাজেহাল ফেইসবুকও 

করোনাভাইরাস : চীনে অ্যাপলের কার্যালয়, বিক্রয়কেন্দ্র বন্ধ হচ্ছে

*

*

আরও পড়ুন