আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপাদন

এয়ার জেনের গ্রাফিক্স ছবি। ছবি : স্মার্ট এনার্জি ইন্টারন্যাশনাল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল আবিষ্কার করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকরা।

বাতাসে থাকা আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা তৈরি করেছেন এয়ার জেন নামের একটি ডিভাইস।

এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে নেচার জার্নালে। সেখানে গবেষণা প্রবন্ধের লেখক জুন ইয়াও বলেছেন, সপ্তাহে ২৪ ঘণ্টাই এয়ার জেন দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যখন বাতাসে থাকা পানি মাইক্রোব থেকে তৈরি মাইক্রোস্কোপিক কন্ডাক্টিভ ফিলামেন্টের সঙ্গে প্রতিক্রিয়া করবে তখন বিদ্যুৎ উৎপাদন হবে। এভাবে ২০ ঘণ্টা ধরে দশমিক ৫ ভোল্টের ভোল্টেজ উৎপাদন সম্ভব।

Techshohor Youtube

এখনো এই প্রযুক্তি প্রাথমিক অবস্থায় আছে। আরও উন্নত হলে অনেক ইলেকট্রিক পণ্যকে চার্জ করতে পারবে এয়ার জেন। তবে বড় পরিসরে এর ব্যবহার শুরুর আগে স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের জন্য ছোট আকারের এয়ার জেন তৈরি করতে চান গবেষকরা।

এর আগে বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ তৈরির জন্য ড্রপলেটভিত্তিক ইলেক্ট্রিসিটি জেনারেটর (ডিইজি) তৈরি করেন গবেষকরা।

তারা জানান, ডিভাইসটি দিয়ে ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করে ১০০টি এলইডি বাল্ব জ্বালানো সম্ভব।

ভাইস ও ফিউচারিজম অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১৯/২০২০/১৫৫৫

আরও পড়ুন –

বাতাস থেকেই মিলবে খাবার পানি

সোলার পাওয়ারে কমছে কয়লার দাপট

*

*

আরও পড়ুন