![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেক্সটপের সার্চ রেজাল্ট পেইজের ডিজাইন বদলাচ্ছে গুগল। এতে ছবি বেশি থাকবে, কমবে টেক্সটের সংখ্যা।
শুধু ডেক্সটপ থেকেই নতুন সার্চ রেজাল্টের ডিজাইনটি দেখা যাবে। মোবাইলে গুগল ব্যবহারকারীরা এই ইউজার ইন্টারফেস দেখতে পারবেন না।
ডেক্সটপ থেকে কোনো কিছু সার্চ দেওয়া হলে অনেক সময় লিঙ্ক ও বিজ্ঞাপনের পার্থক্য ধরা যায় না। নতুন ইউজার ইন্টারফেইসে পার্থক্য খুব সহজেই ধরা যাবে। তবে ওয়েবসাইট সংক্রান্ত তথ্য কম থাকবে বলে কোন লিঙ্কে ক্লিক করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে তা আগে থেকে বুঝতে পারবেন না ব্যবহারকারীরা।
এর আগে জানুয়ারিতে অন্য একটি ডিজাইনের সার্চ রেজাল্ট নিয়েও তারা নিরীক্ষা চালায়। তবে এতে ওয়েবসাইট ও বিজ্ঞাপনের লিঙ্কের পার্থক্য স্পষ্ট ছিলো না। ফলে কড়া সমালোচনার মুখে পড়েছিলো গুগল। সমালোচনাকারীদের অভিযোগ ছিলো, বিজ্ঞাপনে বেশি বেশি ক্লিক করাতেই এমন ডিজাইনের সার্চ রেজাল্ট পেইজ তৈরি করেছে গুগল।
সার্চ রেজাল্টের ডিজাইন নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা চালায় গুগল। তাই আসলেই সার্চ রেজাল্টে ছবির সংখ্যা বাড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অ্যান্ড্রয়েড সেন্ট্রাল অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১৮/২০২০/১১০৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি