ত্রিভুজ আকারের প্লেন আনছে এয়ারবাস

থ্রিডি ছবিতে যেমন 'দ্য মাভেরিক'। ছবি : উইয়ার্ড

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যাত্রীবহনকারী প্লেনের ডিজাইনে গত ৭০ বছরে তেমন কোনো পরিবর্তন আসেনি।

 ৫০ এর দশ থেকেই একটি টিউব ও দুই পাশে দুই ডানা নিয়েই উড়ছে প্লেন। তবে এবার ডিজাইনে কিছুটা পরিবর্তন আনছে এয়ারবাস। টিউব-উইং মিশেলে তিনকোণা আকৃতির প্লেন তৈরি করবে তারা।

গত সপ্তাহে সিঙ্গাপুরের এয়ার শোতে তারা নতুন মডেল ‘দ্য মাভেরিক’ উন্মোচন করে। তবে এটি প্লেনটির কোড নেম। আসল নাম এখনো প্রকাশ করা হয়নি।

Techshohor Youtube

এয়ারবাস জানিয়েছে, প্রচলিত প্লেনের চেয়ে এতে তেল খরচ ২০ শতাংশ কমবে। টিউব ও উইং একত্রে মিশে যাওয়ায় প্লেনটিতে জানালা থাকবে খুবই কম। একই সঙ্গে সিটিং অ্যারেঞ্জমেন্টও বদলাবে। প্লেনের ইঞ্জিন বসানো হবে বডির উপরে। ফলে প্লেন টেক অফের সময় যারা মাটিতে থাকবেন তারা শব্দ দূষণ থেকে রক্ষা পাবেন।

ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস ২০১৭ সাল থেকে ‘দ্য মাভেরিক’ নিয়ে কাজ করছে। মাভেরিক প্লেনটি লম্বায় হবে ৬ দশমিক ৫ ফুট এবং ডানা হবে সাড়ে ১০ ফুট প্রশস্ত।গত বছর থেকে মধ্য ফ্রান্সের একটি অজানা স্থানে প্লেনটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

৩০ বছর আগে তৈরি যুক্তরাষ্ট্রের বোমারু প্লেন বি-২ বোম্বারে ব্লেন্ডেড বডি উইং ডিজাইন দেখা গেছে। এই ধরণের প্লেন চালানো খুবই কঠিন। তবে আকাশে এটি সহজে বাঁক নিতে পারবে।

এই ডিজাইনের প্লেন দিয়ে কবে নাগাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে তা এখনও জানা যায়নি।

এজেড/ ফেব্রুয়ারি ১৭/২০২০/১৩৪৫

আরও পড়ুন –

আকাশে উড়লো এয়ারবাসের ড্রোন ট্যাক্সি

হেলিকপ্টার উড়লো হাতের স্পর্শ ছাড়া

*

*

আরও পড়ুন