vivo Y16 Project

৪কে সিনেমা চলবে পিএস ৫ এ

সনির প্লেস্টেশন ৫ এর লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্লেস্টেশন ৫ (পিএস) নিয়ে নতুন আপডেট দিয়েছে সনি।

এক ব্লগ পোস্টে তারা জানায়, গেইমিং কনসোলটিতে ৪কে ব্লুরে ড্রাইভ থাকবে। এই ড্রাইভে অনেক বড় সাইজের ব্লু রে ডিস্ক চালানো যাবে। যেমন ১০০ জিবি সাইজের ব্লু রে ডিস্কও এতে চলবে। এতে বিশাল আকারের গেইম রাখা যাবে।

একই ধরণের ডিস্ক দিয়ে ৪কে ব্লুরে সিনেমাও দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে, গেইমিং কনসোলটিতে ৪কে ব্লুরে সিনেমাও চলবে।

Techshohor Youtube

সনির প্লে স্টেশন বাজারে আছে ২০ বছরেরও বেশি সময় ধরে। প্লে স্টেশন ৩ এ ব্লু রে রেজুলেশন সাপোর্ট যুক্ত হয় ২০০৬ সালে।

সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৫ আসবে আগামী বছরের ডিসেম্বরে। একই সময় মাইক্রোসফটের পরবর্তী গেইমিং কনসোল প্রোজেক্ট স্কারলেটেও বাজারে আসবে।

প্লেস্টেশনটির কন্ট্রোলারে ভাইব্রেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। গ্রাফিক্স কার্ডেরও আপগ্রেড সংস্করণ থাকবে কনসোলটিতে। ফলে লাইটিং ইফেক্টসেরও উন্নতি ঘটবে। গেইমও লোড হবে দ্রুত গতিতে।

প্রায় ৪ বছর আগে সনি তাদের সর্বশেষ কনসোল প্লেস্টেশন ৪ প্রো বাজারে ছাড়ে। এই দীর্ঘ সময়ে আর কোনো কনসোল আনেনি প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড সেন্ট্রাল অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১৭/২০২০/১২০৫

আরও পড়ুন –

নতুন প্লেস্টেশনের পেটেন্ট নিচ্ছে সনি!

গুগল আনলো গেইমিং প্ল্যাটফর্ম ‘স্টেডিয়া’

*

*

আরও পড়ুন

vivo Y16 Project