![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাং দেশের বাজারে গ্যালাক্সি এ-৫১ মডেলের একটি স্মার্টফোন এনেছে।
ডিভাইসটি টেকশহর রিভিউ টিম বেশ কয়েকদিন ব্যবহার করে। এরপর সেটির রিভিউ করেছে। সেখানে ফোনটির ভালো ও মন্দ দুটি দিক উঠে এসেছে।
টেকশহরের ইউটিউব চ্যানের সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
গ্যালাক্সি এ৫১ মডেলের ফোনটির বিস্তারিত রিভিউ দেখতে পাবেন টেকশহরের ইউটিউব চ্যানেলে।
ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সাইনোস ৯৬১১ চিপসেট। ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।
ট্রেন্ডে গা এবার স্যামসাংও ভাসিয়েছে। তাই ফোনটিতে দিয়েছে চার ক্যামেরা সেটআপ। তবে ফোনটির সামনে একটিই ক্যামেরা থাকছে।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ৪ ও ৬ জিবি দুটি র্যামের সংস্করণে পাওয়া যাচ্ছে।
ব্যাটারি রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের।
দেশের বাজারে ফোনটির দাম রাখা হচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকা।
ইএইচ/ ফেব্রু ১৫/ ২০২০/ ১৮৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ধন্যবাদ
বাংলাদেশ সব জায়গায় এখন পাওয়া যাবে নাকি আরো পড়ে পাবো