![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাবজির ৬.২ আপডেটে আসছে ৮ ভার্সেস ৮ ডেথ ম্যাচ মোড। অর্থাৎ একটি দলে ৮ জন করে খেলা যাবে।
পাবজির টিম ডেথম্যাচ সংস্করণটি কনসোল ও পিসিতে খেলা যাবে। ৮ বনাম ৮ খেলা হবে এরাঞ্জেল, স্যানোক, ভাইকেন্ডি ও মিরামার ম্যাপজুড়ে। ব্যাটেলফিল্ড থাকবে ৭টি। যে দল প্রথমে ৫০ জনকে মারতে পারবে তারাই সে রাউন্ডের বিজয়ী হবে।
পাবজির ডেভেলপার টিম জানিয়েছে, শীঘ্রই গেইমটিতে আরও ব্যাটেল ফিল্ড যুক্ত করা হবে। নতুন গেইম মোডও যুক্ত করা হবে আরকেড সেকশনে। এছাড়াও, অস্ত্রের বণ্টন ও কারাকিন ম্যাপে আসবে পরিবর্তন।
আর্কেড সেকশনটি পাওয়া যাবে প্লে ট্যাবে। গেইমটি শুধু ফার্স্ট পারসন পারসপেক্টিভেই খেলা যাবে। একবার গুলি খেলে গেইমারের গেইম শেষ হয়ে যাবে। অন্য গেইমারের সহায়তায় লাইফ পেয়ে গেইমে আবার প্রবেশ করা যাবে না। তবে টিমের অন্য সদস্যদেরকে গাইড করা যাবে।
পাবজি সর্বপ্রথম ছাড়া হয় ২০১৬ সালে।
বিশ্বব্যাপী অন্তত ৫৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারী তাদের ফোনে গেইমটি ডাউনলোড করেছে। গত বছর পাবজির আয় হয়েছিল ১৫০ কোটি ডলার।
গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১৫/ ২০২০/১৫২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি