![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ভোট সংক্রান্ত সব তথ্য দেবে সিরি।
বুধবার অ্যাপল নিউজ ২০২০ ইলেকশন কভারেজ নামের একটি ফিচার চালু করে অ্যাপল। ফিচারটি দিয়ে সিরির কাছ থেকেই নির্ভুল তথ্য জানতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা। যেমন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিগুলো কবে বা প্রাইমারিতে কারা জিতেছে তা জানতে সিরির সাহায্য নেওয়া যাবে।
এই ধরণের প্রশ্নের উত্তর বলার পাশাপাশি, ডিসপ্লেতেও তথ্যগুলো প্রদর্শন করবে সিরি।
ভোটের লাইভ রেজাল্ট সরবরাহ করা হবে অ্যাসোসিয়েট প্রেসের (এপি) মাধ্যমে। এছাড়াও, অ্যাপল নিউজ অ্যাপে এপির দেওয়া সব ফলাফল রিয়েলটাইমে দেখা যাবে। কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে খবরের লিঙ্ক দেবে সিরি।
অ্যাপল নিউজের মাধ্যমে ব্যবহারকারীরা প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্ক, আলোচনা ও সুপার টিউসডের (প্রাইমারি ইলেকশনের দিন) তথ্যও জানতে পারবেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে চলতি বছরের ৩ নভেম্বর। নির্বাচনকে ঘিরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালনা শুরু করেছেন।
টেক ক্রাঞ্চ অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১২/২০২০/১৮
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি