![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনুমোদন না করে একনেক হতে ফেরত পাঠানো হয়েছে টেলিটকের বড় একটি প্রকল্প।
‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফাইভজি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ নামে প্রকল্পটি তৃতীয় পক্ষ দিয়ে ফিজিবিলিটি স্ট্যাডি করে আবার একনেক পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।
একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব নূরুল আমিন সাংবাদিকদের জানান, ৩২৭৯ কোটি টাকা ব্যয়ে টেলিটকের প্রকল্পটি উপস্থাপন করা হয়েছিলো। এতে সরকারের কাছ থেকে ঋণের অংশ ছিল ১৮৯৩ কোটি টাকা। প্রকল্পটি সম্ভাব্যতা যাচাইয়ে ফেরত দেয়া হয়েছে।
বৈঠকে টেলিটককে আরও দক্ষতার সঙ্গে পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, টেলিটকের বিদ্যমান ফোরজি নেটওয়ার্ক ইউনিয়ন, গ্রাম পর্যন্ত সম্প্রসারিত করে প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণকে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান। এছাড়া সরকার ঘোষিত লক্ষ্য অনুসারে ২০২১-২৩ সালের মধ্যে দেশে ফাইভজি প্রযুক্তিনির্ভর মোবাইল সেবা নিশ্চিত করা।
প্রকল্পের মেয়াদকাল ২০২০ সালের জানুয়ারি হতে ২০২২ সালের জুন।
এডি/২০২০/জানুয়ারি১১/১৭৩০
আরও পড়ুন –
লাইসেন্স নেই, এনওসিতে চলছে টেলিটক
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি