নেটফ্লিক্সে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে

netflix-techshohor
স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: হুট করে অপছন্দের কিছু চলে আসার সুযোগ বন্ধ হলো। কেননা কিছুটা দেরিতে হলেও অটোপ্লে বন্ধ করার ফিচার যোগ করেছে নেটফ্লিক্স।

এ ফিচার না থাকায় এতদিন নেটফ্লিক্সের অটোপ্লে নিয়ে ব্যবহারকারীদের বিরক্তির অন্ত ছিল না। সবাই অটোপ্লে বন্ধ করতে একটি অপশনের অপেক্ষায় ছিলেন।

যেভাবে অটোপ্লে বন্ধ করবেন

Techshohor Youtube

প্রথমে নেটফ্লিক্সের ওয়েব ব্রাউজারে লগ ইন করতে হবে।

এরপর মেনু বাটনে ক্লিক করতে হবে, প্রোফাইল অপশন থেকে নিজের প্রোফাইলে যেতে হবে।

সেখানে গিয়ে ‘Autoplay previews while browsing on all devices’ অপশনটি থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। এরপর সেভ করতে হবে।

এরপর সেটিংসটি লোড নিতে একটু সময় নিতে পারে। তবে আপনি লগ আউট করে আবার লগ ইন করলে জলদিই অটোপ্লে বন্ধ হয়ে যাবে।

এমআর/ আরআর/ ফেব্রুয়ারি ১০/২০২০/১৩৫০

*

*

আরও পড়ুন