![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারের অস্কারে ২৪টি মনোনয়ন পেয়েও মাত্র দুটি পুরস্কার ঝুলিতে ভরতে পেরেছে নেটফ্লিক্সের কনটেন্ট।
সেরা সাপোর্টিং রোল ও ডকুমন্টারি ফিচার ফিল্মের জন্য স্ট্রিমিং সাইটটির নাম উচ্চারিত হয় অস্কারের মঞ্চে।
নেটফ্লিক্সের অরিজিনাল কনটেন্ট ‘ম্যারেজ স্টোরি’ সিনেমার জন্য লরা ডার্ন বেস্ট সাপোর্টিং রোল ক্যাটেগরিতে পুরস্কার জিতেছেন। সিনেমাটি পেয়েছিলো ৬টি মনোনয়ন।
বেস্ট ডকুমন্টারি ফিচার বিভাগে পুরস্কার পায় ‘আমেরিকান ফ্যাক্টরি’। ডকুমন্টারিটির প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা।
নেটফ্লিক্সের আরেক সিনেমা দ্য আইরিশ ম্যান ১০টি মনোনয়ন পেলেও কোনো পুরস্কার অর্জন করেনি।
গত বছর নেটফিক্সের সিনেমা রোমার ঝুলিতে যায় সেরা সিনেমাটোগ্রাফি, ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ও বেস্ট ডিরেক্টরের পুরস্কার।
৯২তম অস্কারে বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। সেরা সিনেমার জন্য অস্কার জয়ের পাশপাশি সিনেমাটির পরিচালকও পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেতা হয়েছেন জোকার খ্যাত জোয়াকিন ফিনিক্স। সেরা অভিনেত্রী হয়েছেন রেনি জেলওয়েগার।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি