Techno Header Top and Before feature image

করোনাভাইরাসের চিকিৎসায় গেটস ফাউন্ডেশনের ১০ কোটি ডলার

Cover-story-BIll-Gates-techshohor
জলবিদ্যুৎ প্রযুক্তি সমর্থন করেন বিল গেটস। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনসহ বিশ্বের অন্তত ২৫ দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় এবার অর্থ সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন। 

জরুরি ভিত্তিকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১০ কোটি মার্কিন ডলার অনুদান দেবার কথা বৃহস্পতিবার জানানো হয়েছে। 

নভেল করোনাভাইরাস শনাক্ত করা, বিস্তার ঠেকানো, চিকিৎসা, ঝুঁকিপূর্ণ নাগরিকদের সহায়তা এবং এর ওষুধ উদ্ভাবন ও চিকিৎসার উন্নয়নে ওই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। 

এর আগে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে অর্থ সহায়তা হিসেবে এক কোটি ৪৪ লাখ মার্কিন ডলার দেবার কথা জানিয়েছিল। তার ফাউন্ডেশন টাইকুনের পক্ষ থেকে ওই অর্থ সহায়তা দেওয়া হয়।  

এদিকে গেটস ফাউন্ডেশন প্রধান মার্ক সুজম্যান করোনাভাইরাস বিস্তারের গতি কমাতে বহুপক্ষীয় সংস্থা, সরকার, প্রাইভেট খাত এবং মানব উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এতে দেশগুলো তাদের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারে এবং মহামারী ঠেকাতে জরুরি যন্ত্রাংশ বানাতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। 

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে জরুরি ভিত্তিতে আক্রান্তদের জন্য দুই কোটি মার্কিন ডলার দেবে। 

এই তহবিল দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতো বহুপক্ষীয় সংস্থাগুলোতে। 

ভাইরাসের ওষুধ তৈরি ও পরীক্ষা এবং চিকিৎসা আরও দ্রুত করতে ছয় কোটি মার্কিন ডলারের অনুদান দেবে গেটস ফাউন্ডেশন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য থেকে জানা যাচ্ছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩৬ জন। আর চীনের বাইরে মারা গেছে দুই জন।

চীনের হুবেই প্রদেশের হুয়ান অঞ্চল থেকে ছড়ায় এই নভেল করোনা ভাইরাস। যা চীন ছাড়াও অন্তত ২৫ দেশে ছড়িয়েছে। 

আইএএনএস অবলম্বনে ইএইচ/ ফেব্রু ০৭/ ২০২০/ ১৮০০

আরও পড়ুন – 

করোনার ভ্যাকসিন তৈরিতে জ্যাক মা’র সহায়তা 

করোনাভাইরাসের সব তথ্য মিলবে অ্যাপে 

করোনা ভাইরাস : হাত বাড়িয়েছে প্রযুক্তি কোম্পানিগুলো 

কার্বন নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

*

*

আরও পড়ুন