![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ডেটা সেভিংস মোড চালু করছে। সেল্যুলার ডেটা ব্যবহারে এভি১ ডেটা সেভিংস আনছে।
এভি১ রয়েলিটি ফ্রি ভিডিও কোড, যা কোনো ভিডিও এনকোড করতে পারে ২০ শতাংশ ডেটা সাশ্রয় করে।
এভি১ প্রাথমিকভাবে ইন্টারনেটের জন্য এনকোডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এটি অ্যামাজন, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ফেইসবুক এবং আরও একাধিক হাই প্রোফাইল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে।
বলা হচ্ছে, ইতোমধ্যে এভি১ ব্যবহারকারীরা তাদের নেটফ্লিক্সে ডেটা সেভিংস মোড ফিচার পেয়ে গেছে।
অবশ্য ফিচারটি নিয়ে ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে নেটিফ্লিক্স। একে একেবারে উন্নত অবস্থায় আনতে তারা বদ্ধপরিকর বলেও জানান।
এই ডেটা সেভিংস মোড ভালোভাবে আনতে পারলে অ্যান্ড্রয়েডের আরও বেশি গ্রাহক যুক্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত স্ট্রিমিং সার্ভিস হিসেবে ভালো অবস্থানে রয়েছে মার্কিন স্টার্টআপ নেটফ্লিক্স। তবে তাদের টেক্কা দিতে অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি, ডিজনি প্লাস বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে।
দক্ষিণ এশিয়ার বাজারকেও প্রতিষ্ঠানগুলো খুব প্রাধান্য দিচ্ছে।
ইএইচ/ ফেব্রু ০৭/ ২০২০/ ১৫১৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি