![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বৈশ্বিক প্রতিযোগিতায অংশ নেবার আগে বাংলাদেশ পর্বের ফাইনালে লড়বে আট উদ্যোগ।
বাংলাদেশ পর্বে বিজয়ী দল সুযোগ পাবে সিলিকন ভ্যালিতে বাংলাদেশের হয়ে প্রতিনিত্ব করার।
বাংলাদেশ পর্বে অংশ নিতে দেড় শতাধিক স্টার্টআপ আবেদন করে। সেখান থেকে বাছাই করে আট উদ্যোগকে নির্বাচন করেছেন বিচারকরা। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনলাইন স্ক্রিনিং রাউন্ড এবং প্রিলিমিনারি জাজিং রাউন্ড শেষে চূড়ান্ত হওয়া আট উদ্যোগ হচ্ছে, অল্টারইয়্যুথ, কুকআপস, গেজ, পার্কিং কই, পোষাপেটস, সিগমাইন্ড ডট এআই, তরুণ ডিজিটাল, ট্রাক লাগবে।
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এবছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আএফসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।
এই আট দল বাংলাদেশের চূড়ান্ত পর্বে নিজেদের উদ্যোগগুলোর প্রেজেন্টেশন দেবে।
ইএইচ/ ফেব্রু ০৪/ ২০২০/ ১৯০০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি